Ads
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Recently Lyrics Updated




coffee houser sei addata (কফি হাউসের সেই আড্ডাটা) bangla font lyrics :


কফি হাউজের সেই আড্ডাটা 
আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই?
আজ আর নেই।
রা রা রা লালালা লালালালা
নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোন খবরে
গ্রান্ডের গিটারিষ্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুকছে দুরন্ত ক্যানসারে জীবন করেনি তাকে ক্ষমা হায়-
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই...।
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে যে
গাড়ি বাড়ি সব কিছু দামী তার ।
আর্ট কলেজের ছেলে নিখিলেশ স্যান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক স্রোতা হয়ে
ডিসুজা টা বসে শুধু থাকতো -
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই...।
রা রা রা লালালা লালালালা

একটা টেবিলে সেই তিনচার ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো,
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম-
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই,
রা রা রা লালালা লালালালা..

কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলোনা কোথাও ছাপা পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোস্যালে ম্যামেচার নাটকে রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো-
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই,
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই।

সেই সাতজন নেই আজ, টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজো খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালি নেই...
কতো স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এলো গেল কতজনই আসবে
কফি হাউজটা শুধু থেকে যায়-
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই,
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই।

coffee houser sei addata (কফি হাউসের সেই আড্ডাটা) English font lyrics :


Coffee houser sei adda ta
Aj ar nei, aj ar nei
Kotay hariye gelo sonali bikelgulo
Aj ar nei.
ra ra ra lalala lalalala
Nikhiles perise, Moidul Dhaka te,
Nei tara aj kuno khobore
Grander gitarist guanis disuja
Gumiye ache je aj kobore.
Kake jeno valobeshe aghat peye je seshe
Pagla garode ache roma roy.
Amol ta dukse duronto censare
 jibon koreni take khoma hay,
Coffee houser sei adda ta aj ar nei
aj ar nei.

Sujatai aj sudhu sobcheye sukhe ache
Sunechi tho lakhpoti shami tar
Hire ar johorote aga gora mora se je
Gari bari sob kichu dhami tar.
Art colleger chele nikhiles senal
biggaponer chobi Akhto.
Ar cokh Vora kotha niye nirbak srota hoye
Disuja ta bose sudhu thakto
Coffee houser sei adda ta aj ar nei
aj ar nei.
Kothao hariye gelo sonali bikel gulo sei,
aj ar nei.

Akta tebile shei tinchar ghonta char minar tote jolto
Kokhono bisno dey kokhono jamini roy ei niye torkota cholto.
Rod jhor bristy te jekhanei je thakuk kaj sere tik eshe juttham
chartethe suru kore jomiye adda mere sare sathtay tik uthtam
Coffee houser sei adda ta aj ar nei
aj ar nei.
Kothao hariye gelo sonali bikel gulo sei,
aj ar nei.

Kobi kobi chehara kadete jholano bag muche jabe amoler namta
ekta kobita tar holona kothao chapa pelona se protibar damta
Officer sosale memechar natoke Roma roy Ovinoy korto
Kagojer reporter moidul eshe roj ki likhese tai porto
Coffee houser sei adda ta aj ar nei
aj ar nei.
Kothao hariye gelo sonali bikel gulo sei,
aj ar nei.
Shei sathjon nei aj, tebil ta tobu ache
Sathta peyala ajo esheche notun kuri
sudhu  shei sediner mali nei.
Koto shopno meghe deke jay
Kotojon elo gelo kotojon e ashbe
Coffee house ta shudu theke jay
Coffee houser sei adda ta aj ar nei
aj ar nei.
Kothao hariye gelo sonali bikel gulo sei,
aj ar nei.


girl sad mode
nei lyrics minar


Nei(নেই) bangla song lyrics by Minar Bangla Font Lyrics :

এই শহরে জোনাকি নেই
সন্ধে হয় হলুদ নিয়নে
এই আধারে আলো নেই
ভুলের চিঠি আসে পিয়নে
এই শহরে জোনাকি নেই
সন্ধে হয় হলুদ নিয়নে
এই আধারে আলো নেই
ভুলের চিঠি আসে পিয়নে
কিছু স্মৃতি আজো আপন
কিছু ব্যাথা খুবই গোপন
কিছু ছবি থাকে নিরলে
কিছু কথা কাঁদে আড়ালে
কিছু কথা কাঁদে আড়ালে.
ও ও ও ও ও ওও
অবাক চোখের অবাক জলে
নিরব কষ্ট গুলো ঝরে
তুমি আমি এক মলাটে
তবু আছি অনেক দূরে.
কিছু স্মৃতি আজো আপন
কিছু ব্যাথা খুবই গোপন
কিছু ছবি থাকে নিরলে
কিছু কথা কাঁদে আড়ালে.
কিছু কথা কাঁদে আড়ালে।
সময়ের ঋণ বাড়ছে দিন দিন
ভুলে গেলে সব পিছুটান
দীধার আগুনে অভিমান
তুমি আমি এটাই ব্যবধান
কিছু স্মৃতি আজো আপন
কিছু ব্যাথা খুবই গোপন
কিছু ছবি থাকে নিরলে
কিছু কথা কাঁদে আড়ালে
কিছু কথা কাঁদে আড়ালে...
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও

Nei(নেই) bangla song lyrics by Minar English Font Lyrics :


Ei sohore jonaki nei 
Sonde hoy holud niyone, 
Ei Adhare alo nei 
Vuler chiti ase piyone. 

Ei sohore jonaki nei 
Sonde hoy holud niyone, 
Ei Adhare alo nei 
Vuler chiti ase piyone. 
Kichu sriti ajo apon 
Kichu betha khubi gopon 
Kichu chobi thake nirole 
Kichu kotha kadhe arale 
Kichu kotha kadhe arale. 

ooooooooooooo 

Obak choker obak jole 
Nirob kosto gulo jhore 
Tumi ami ek molate 
Tobu Achi onek dure 
Kichu sriti ajo apon 
Kichu betha khubi gopon 
Kichu chobi thake nirole 
Kichu kotha kadhe arale 
Kichu kotha kadhe arale. 

Somoyer rin barse din din 
Vule gele sob pichutan 
Didar agune Oviman 
Tumi ami etai bebodan 
Kichu sriti ajo apon 
Kichu betha khubi gopon 
Kichu chobi thake nirole 
Kichu kotha kadhe arale 
Kichu kotha kadhe arale. 

ooooooooooooo 




Song : Chole Jay Jodi Keu
Singer : Abdul Hadi

Chole jay jodi keu Bengali Font Lyrics (1) :


চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন,
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন,
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।
চলে যায় যদি কেউ....
হাসির পরে কান্না আছে
দুখের পরে সুখ,
হাসির পরে কান্না আছে
দুখের পরে সুখ,
আধার রাতের শেষে যেমন
দেখিস আলোর মুখ।
জন্ম নিলে সবার তরে আছে রে মরন।
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ,
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন।
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ.....
দুদিনেরেই দুনিয়াতে সবাই মুসাফির
দুদিনেরেই দুনিয়াতে সবাই মুসাফির
এ সংসারের মোহ মায়ার হই কেন অধীর
যায় না মোছা কখন যে ভাগ্যেরই লিখন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন,
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ....

Chole jay jodi keu Bengali Font Lyrics (2) :


চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন,
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।
হাসির পরে কান্না আছে
দুখের পরে সুখ,
আধার রাতের শেষে যেমন
দেখিস আলোর মুখ।
জন্ম নিলে সবার তরে আছে রে মরন।
দুদিনেরেই দুনিয়াতে সবাই মুসাফির
এ সংসারের মোহ মায়ার হই কেন অধীর
যায় না মোছা কখন যে ভাগ্যেরই লিখন।

Chole jay jodi keu English font Lyrics :

Chole jay jodi keu Badon chire
kandis keno mon,
Vanga Gora ei jibone ache sorbokhon.
Hasir pore kanna ache
Dukher pore sukh,
Adar rater seshe jemon
Dekhis alor mukh.
Jonmo nile sobar tore ache re moron.
dudiner e duniate sobai musafir
A songsare muho mayar hoi keno odir
jay na musa kokhon je vagger e likhon.


গান : আছেন আমার মোক্তার 

কণ্ঠশিল্পী : সৈয়দ আব্দুল হাদী


আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার।
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার,
আমি পাপী তিনি জামিনদার।
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার।
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার,
আমি পাপী তিনি জামিনদার।

মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই,
হুকুম ছাড়া বাইরে যাই ।
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই,
হুকুম ছাড়া বাইরে যাই ।
মনোরেএএএএএএ ও মনোরেএএএএএএ
দুই কান্দে দুই মুহূরি
লিখতে আছেন ডাইরি।
দুই কান্দে দুই মুহূরি
লিখতে আছেন ডাইরি।
দলিল দেইখা রায় দিবেন
টাকা পয়সার নাই কারবার,
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী তিনি জামিনদার।

সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার,
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার,
টিকিট কাটা আছে যার।
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার,
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার,
টিকিট কাটা আছে যার।
মনোরেএএএএএএ ও মনোরেএএএএএএ
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া।
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া।
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টার,
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপি তিনি জামিনদার।
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার।
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার,
আমি পাপী তিনি জামিনদার।
আমি পাপী তিনি জামিনদার,
আমি পাপী তিনি জামিনদার।



#আছেন আমার মোক্তার - achen amar muktar song lyrics by Abdul hadi



Song : Paaper Pujari (পাপের পুজারী)
Singer : Mila
 Lyric : Shahan Kabondo
 Tune & Music : Fuad Al Muqtadir
 Language : Bangla
Label : Agniveena



পাপেরও পুজারী, দৃশ্য হাজারী
উপচে পেয়ালা মৃত সুধা।
হাজারো বিন্দু গড়েছে সিন্ধু,
সাত আসমান জুড়ে লালাস ক্ষুধা।
আকাশ জুড়ে হাজার তারা, তারই ইশারা,
মনের মাঝে স্বর্গ নরক, অযথা দিশেহারা।
জগতের উঠানে বাটিতে উজানে, 
খোদারও প্রেম মজিল নিরবে।
জগতের উঠানে বাটিতে উজানে, 
খোদারও প্রেম মজিল নিরবে।
ভবেরও বাজারে কেউ আগে কেউ পরে
মগ্ন সবাই নিজের ঘরে।
অসহায় ভ্রান্ত গৃহহারা ক্লান্ত
ক্ষুদ্র আশায় প্রতীক হাতে।
ভবেরও বাজারে কেউ আগে কেউ পরে
মগ্ন সবাই নিজের ঘরে।
অসহায় ভ্রান্ত গৃহহারা ক্লান্ত
ক্ষুদ্র আশায় প্রতীক হাতে।
আকাশ জুড়ে হাজার তারা, তারই ইশারা,
মনের মাঝে স্বর্গ নরক, অযথা দিশেহারা।
জগতের উঠানে বাটিতে উজানে, 
খোদারও প্রেম মজিল নিরবে।
জগতের উঠানে বাটিতে উজানে, 
খোদারও প্রেম মজিল নিরবে।
মিলবে হাসরে বিচারে আসরে,
কাতার কাতার নত মাথা
ঝড়ছে ঝরঝর শূন্য পারাপার
সত্য মানুষ অধিকতা।
মিলবে হাসরে বিচারে আসরে,
কাতার কাতার নত মাথা
ঝড়ছে ঝরঝর শূন্য পারাপার
সত্য মানুষ অধিকতা।
আকাশ জুড়ে হাজার তারা, তারই ইশারা,
মনের মাঝে স্বর্গ নরক, অযথা দিশেহারা।
জগতের উঠানে বাটিতে উজানে, 
খোদারও প্রেম মজিল নিরবে।
জগতের উঠানে বাটিতে উজানে, 
খোদারও প্রেম মজিল নিরবে।
পাপেরও পুজারী, দৃশ্য হাজারী
উপচে পেয়ালা মৃত সুধা।
হাজারো বিন্দু গড়েছে সিন্ধু,
সাত আসমান জুড়ে লালাস ক্ষুধা।
আকাশ জুড়ে হাজার তারা, তারই ইশারা,
মনের মাঝে স্বর্গ নরক, অযথা দিশেহারা।
জগতের উঠানে বাটিতে উজানে, 
খোদারও প্রেম মজিল নিরবে।
জগতের উঠানে বাটিতে উজানে, 
খোদারও প্রেম মজিল নিরবে।



Song: Ekdin Chole Jabo 
Singer: Syed Abdul Hadi 
Lyrics: Gazi Mazharul Anowar
 Composition: Syed Abdul Hadi

Bangla Font Lyrics : 


একদিন চলে যাব, এই কথা বলে যাব
গান গাওয়া হলো না তো আমার।
গল্পের শেষ বাঁকি, সুরের ও যে রেস বাঁকি,
অবকাশ নেই যে থামার।
হায়, অবকাশ নেই যে থামার।
একদিন চলে যাব, এই কথা বলে যাব
গান গাওয়া হলো না তো আমার।
শত কোটি মানুষের মাঝে,
আবার আমি আসিতে চাইবো।
সাগর, নদী আর পাখিরও মতো,
আবার আমি যে গান গাইবো।
কতটুকু নিয়ে গেছি? কতটুকু দিয়ে গেছি?
সে হিসাব করি বারবার।
হায়, সে হিসাব করি বারবার।
স্বরলিপি লিখে লিখে যাবো, 
মানুষের হাসি আর কান্নায়।
ভালোবাসায় জড়িয়ে রব, 
সুখে-দুঃখে শত ঝড় বন্যায়।
হৃদয়ের পথে ডেকে, মন বলে থেকে থেকে
আরও কিছু ছিল যে দেবার,
হায়, আরও কিছু ছিল যে দেবার।
একদিন চলে যাব, এই কথা বলে যাব
গান গাওয়া হলো না তো আমার।
গল্পের শেষ বাঁকি, সুরের ও যে রেস বাঁকি,
অবকাশ নেই যে থামার।
হায়, অবকাশ নেই যে থামার।

English Font Lyrics :


Ekdin chole jabo, ei kotha bole jabo
gaan gaoua holo na tho amar.
Golpher sesh baki, Surer o je res baki,
Obokash nei je Thamar
hay,  Obokash nei je Thamar
Ekdin chole jabo, ei kotha bole jabo
gaan gaoua holo na tho amar.
Soto koti manusher maje,
Abar ami asite chaibo.
Sagor, nodi ar pakhir o moto,
Abar ami je gaan gaibo.
kototuku niye gechi? kototuku diye gechi?
she hisab kori barbar,
hay, she hisab kori barbar.
Shorlipi likhe likhe jabo,
Manusher hasi ar kannay.
valobashay joriye robo.
Sukhe dukhe soto jor bonnay.
Hridoyer pothe deke, mon bole theke theke
aro kichu Chilo je debar,
hay, aro kichu chilo je debar.
Ekdin chole jabo, ei kotha bole jabo
gaan gaoua holo na tho amar.
Golpher sesh baki, Surer o je res baki,
Obokash nei je Thamar
hay,  Obokash nei je Thamar

Bengali Font Lyrics :




আমি তোমার জন্য কাঁদি
তোমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্য কাঁদি
তোমার মন কি কাঁদে না?
কাঁদালে কাঁদিতে হবে
তাও কি তুমি জানো না?
তোমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?

বন্ধু তোমায় বেসে ভালো
আমার এ কি জ্বালা হলো,
কাঁদিতে জনম গেল,
কাঁদিতে জনম গেল
আর কাঁদিতে পারিনা।
তোমার মন কি কাঁদে না?
আমি তুমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?

আমার মতন কয়জন বলো
বসবে তোমায় এতো ভালো?
সুবাস ছাড়া ফুলে বন্ধু,
সুবাস ছাড়া ফুলে বন্ধু
মন তো কারো গলে না।
তোমার মন কি কাঁদে না?
আমি তুমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?

যে আগুনে জ্বলছি আমি
সেই আগুনে জ্বলবে তুমি,
নিজের ভুলে কাঁদবে সেদিন,
নিজের ভুলে কাঁদবে সেদিন,
পাশে তো কেউ থাকবে না।
তোমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্য কাঁদি
তোমার মন কি কাঁদে না?

English Font Lyrics : 


Ami tomar jonne kandi
Tomar mon ki kande na
Kandale kadite hobe
Tao ki tumi jano na?
Bondhu tomar bese valo
Amar a ki jala holo
Kadite jonom gelo
Aar kadite parina.
Amar moton koyjon bolo
Basbe tomay eto bhalo
Subas chara phule bondhu
Mon to karo gole na



কন্ঠশিল্পী : আব্দুল হাদী

Bangla Font Lyrics : 1


এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেনো বাজে আমার প্রান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেনো বাজে আমার প্রান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান।

কেউ চলে যায় কেউবা আসে
দুদিনের এই পরবাসে।
কেউ চলে যায় কেউবা আসে
দুদিনের এই পরবাসে।
কেউ বোঝে না কারো হাসি অভিমান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান।

এই যোগ বিয়োগের রঙ্গ মেলায়
এলাম কেন তবে,
বাজলে বাশি আবার যদি ফিরেই যেতে হবে।
কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
অশ্রু বুঝি তাই ঝরে অফুরান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেনো বাজে আমার প্রান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান।

Bangla Font Lyrics : 2


এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেনো বাজে আমার প্রান।
কেউ চলে যায় কেউবা আসে
দুদিনের এই পরবাসে।
কেউ বোঝে না কারো হাসি অভিমান।
এই যোগ বিয়োগের রঙ্গ মেলায়
এলাম কেন তবে,
বাজলে বাশি আবার যদি ফিরেই যেতে হবে।
কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
অশ্রু বুঝি তাই ঝরে অফুরান।

English Font Lyrics :


Ei Pritibir Pantosalay
Gaite gele gan
Kanna Hoye baje,
Keno baje Amar Pran.
Kew chole jay kewba ashe
Dudiner ei porobashe.
Kew boje na karo hasi oviman.
Ei jog biyoger rongo melay
Elam keno tobe,
Bajle bashi abar jodi firei jete hobe.
Kichui dite parbo na je
Amar sokol ganer maje
Ashru bujhi tai jore Ofuran.

Bengali Font Lyrics :


আশায় আশায় বুক বাঁন্দি,
আশায় আশায় বুক বাঁন্দি,
বন্ধু তুমি ফিরা আইলা না।
দিনে দিনে জমা হইলো,
দিনে দিনে জমা হইলো
কত ব্যথা তুমি বুঝলা না?
ও বন্ধু রে,
প্রেমের বিচার এমনি বিচার
আগে জানলে প্রেম করতাম না, আমি
আগে জানলে প্রেম করতাম না।

তোর রূপের গুনে কোনো কিছু বিচার করি নাই
এই মন পিঞ্জরে তুই ছাড়া অন্য কেহ নাই।
তোর রূপের গুনে কোনো কিছু বিচার করি নাই
এই মন পিঞ্জরে তুই ছাড়া অন্য কেহ নাই।
দেখাইতে পারিতাম যদি এই বুকটারে তোরে
কত যত্নে রাখছি আমি মনের মীনারে।
ও বন্ধু রে,
প্রেমের জ্বালা এতো জ্বালা
আগে জানলে প্রেমে পড়তাম না আমি
আগে জানলে প্রেমে পরতাম না।

জানতাম যদি যাবি ছাইড়া
স্বপ্ন দেখতাম না,
তোরে নিয়া ঘর বাঁধিবার
আশায় রইতাম না।
জানতাম যদি যাবি ছাইড়া
স্বপ্ন দেখতাম না,
তোরে নিয়া ঘর বাঁধিবার
আশায় রইতাম না।

লোকে এখন পাগল বলে
আমায় দেখিয়া, আমি
অন্তর জ্বালায় পুইড়া মরি
দেখো আসিয়া।
বন্ধু রে,
সব হারাইয়া উজাড় হইলাম
আগে জানলে ভালোবাসতাম না আমি
আগে জানলে ভালোবাসতাম না।
আশায় আশায় বুক বাঁন্দি,
আশায় আশায় বুক বাঁন্দি,
বন্ধু তুমি ফিরা আইলা না।
দিনে দিনে জমা হইলো,
দিনে দিনে জমা হইলো
কতো ব্যথা তুমি বুঝলা না।
ও বন্ধু রে,
প্রেমের বিচার এমনি বিচার
আগে জানলে প্রেম করতাম না আমি
আগে জানলে প্রেম করতাম না।

English Font Lyrics :


Ashay ashay buk bandhi
Bondhu tumi phira aila na
Dine dine joma hoilo
Koto betha tumi bujhla na
O bondhu re
Premer bichar emni bichar
Agey janle prem kortam na
Tor ruper Gune kuno kichu bichar kori nai,
ei mon pinjore tui sara ar keho nai.
Dekhaite paritam jodi ei buktare tore.
koto jotne rakhsi ami moner minare.
Jantam jodi jabi saira, Shopno dekhtam na.
Tore niya ghor badibar ashay roitam na.
Luke akhon Pagol bole, Amay dekhiya.
Ami Ontor jalay puira mori, Dekho Ashiya.


Bengali Font Lyrics (1) :


 তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল,
মোর প্রিয়া হবে এসো
 রানী দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির 
চৈতী চাঁদের দুল।
প্রিয়া হবে এসো
 রানী দেব খোঁপায় তারার ফুল ।
 কণ্ঠে তোমার পরাবো বালিকা
 হংস – সারির দুলানো মালিকা।
 কণ্ঠে তোমার পরাবো বালিকা
 হংস – সারির দুলানো মালিকা।
 বিজলী জরীণ ফিতায় বাঁধিব
 মেঘ রঙ এলো চুল।
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির 
চৈতী চাঁদের দুল।
প্রিয়া হবে এসো
 রানী দেব খোঁপায় তারার ফুল।
 জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
 রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়। 
 জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
 রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়। 
আমার গানের সাত সুর দিয়া
 তোমার বাসর রচিব প্রিয়া।
আমার গানের সাত সুর দিয়া
 তোমার বাসর রচিব প্রিয়া।
 তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির 
চৈতী চাঁদের দুল।
প্রিয়া হবে এসো
 রানী দেব খোঁপায় তারার ফুল।
মোর প্রিয়া হবে এসো
 রানী দেব খোঁপায় তারার ফুল ।

Bengali Font Lyrics (2) :


মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল  
কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল। 
 কণ্ঠে তোমার পরাবো বালিকা
 হংস –সারির দুলানো মালিকা 
 বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল।
 জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
 রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়। 
 আমার গানের সাত সুর দিয়া
 তোমার বাসর রচিব প্রিয়া।
 তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।

English Font Lyrics :


Mor priya hobe esho rani, debo Khupay tarar Ful,
Korne dulabo tritiya titir, choity chander dul.
Konthe tumar porabo balika,
hongsho sarir dulano malika.
bijli jorin fitay badibo megh rong elo chul.
Jusnar sathe chondon diye makhabo tumar gay,
Ramdhonu hote Lal rong Sani Alta porabo pay.
Amar ganer sath sur diya
Tumar basor rochibo priya.
Tumare Giriya gahibe Amar kobitar Bulbul.


Bengali Font Lyrics :


ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়।
 আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।

ধূলির ধরা বেহেশতে আজ, জয় করিল দিল রে লাজ।
ধূলির ধরা বেহেশতে আজ, জয় করিল দিল রে লাজ।
 আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।

 দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। 
 দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। 
কচি মুখে শাহাদাতের
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।

আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফী। 
আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফী। 
দুনিয়া হতে বে-ইনসাফী
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।

 নিখিল দরুদ পড়ে লয়ে নাম, সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম।
নিখিল দরুদ পড়ে লয়ে নাম, সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম।
 জীন পরী ফেরেশতা সালাম 
 জীন পরী ফেরেশতা সালাম জানায় নবীর পায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।

English Font Lyrics :


Tribhuvana priya muhammad elo re duniya.
ay re sagor akash batash dekhbi jodi ay.
Dulir dhora beheste aj, Joy korilo dilo re laz.
Ajke khusir dhol nemeche dhusor Saharay.
Dekh Amina mayer kule, Dule shisu Islam dule.
Kochi mukhe Sahadater bani se sunay.
Ajke joto papi o tapi, Sob gunaher pelo Mafi.
Duniya hote beinsafi, Julum nilo biday.
Nikhil Durud pore loye nam, Sallallaho Alaihi Oua Sallam.
Jin Pori Feresta Salam. Janay nobir pay.....


নজরুল গীতি


পরদেশি মেঘ যাও রে ফিরে। 
পরদেশি মেঘ যাও রে ফিরে,
বলিও আমার পরদেশি রে।
পরদেশি মেঘ যাও রে ফিরে, 
বলিও আমার পরদেশি রে।
পরদেশি মেঘ যাও রে ফিরে।

সে দেশে যবে বাদল ঝরে
 কাঁদে না কি প্রাণ? একেলা ঘরে,
সে দেশে যবে বাদল ঝরে
 কাঁদে না কি প্রাণ? একেলা ঘরে,
 বিরহ ব্যথা, নাহি কি সেথা?
 বিরহ ব্যথা, নাহি কি সেথা?
 বাজে না বাঁশি নদীর তীরে।
পরদেশি মেঘ যাও রে ফিরে, 
বলিও আমার পরদেশি রে।
পরদেশি মেঘ 
পরদেশি মেঘ যাও রে ফিরে।

বাদল রাতে ডাকিলে পিয়া,
বাদল রাতে ডাকিলে পিয়া।
 ডাকিলে পিয়া ‘পিয়া পিয়া পাপিয়া’,
ডাকিলে পিয়া ‘পিয়া পিয়া পাপিয়া’,
 বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া।
 ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
 জাগে না সেথা কি প্রাণে কোন সাধ, 
 ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
 জাগে না সেথা কি প্রাণে কোন সাধ, 
দেয় না কেহ গুরুগঞ্জনা, সে দেশে বুঝি কুলবতী রে।
পরদেশি মেঘ যাও রে ফিরে,
বলিও আমার পরদেশি রে।
পরদেশি মেঘ যাও রে ফিরে, 
বলিও আমার পরদেশি রে।
পরদেশি মেঘ যাও রে ফিরে।