মোর প্রিয়া হবে এসো রানী - Mor priya hobe esho rani lyrics
Bengali Font Lyrics (1) :
তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল,
মোর প্রিয়া হবে এসো
রানী দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির
চৈতী চাঁদের দুল।
প্রিয়া হবে এসো
রানী দেব খোঁপায় তারার ফুল ।
কণ্ঠে তোমার পরাবো বালিকা
হংস – সারির দুলানো মালিকা।
কণ্ঠে তোমার পরাবো বালিকা
হংস – সারির দুলানো মালিকা।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব
মেঘ রঙ এলো চুল।
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির
চৈতী চাঁদের দুল।
প্রিয়া হবে এসো
রানী দেব খোঁপায় তারার ফুল।
জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়।
জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়।
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া।
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া।
তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির
চৈতী চাঁদের দুল।
প্রিয়া হবে এসো
রানী দেব খোঁপায় তারার ফুল।
মোর প্রিয়া হবে এসো
রানী দেব খোঁপায় তারার ফুল ।
Bengali Font Lyrics (2) :
মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।
কণ্ঠে তোমার পরাবো বালিকা
হংস –সারির দুলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল।
জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়।
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া।
তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।
English Font Lyrics :
Mor priya hobe esho rani, debo Khupay tarar Ful,
Korne dulabo tritiya titir, choity chander dul.
Konthe tumar porabo balika,
hongsho sarir dulano malika.
bijli jorin fitay badibo megh rong elo chul.
Jusnar sathe chondon diye makhabo tumar gay,
Ramdhonu hote Lal rong Sani Alta porabo pay.
Amar ganer sath sur diya
Tumar basor rochibo priya.
Tumare Giriya gahibe Amar kobitar Bulbul.