পাপের পুজারী - Paper pujari Lyrics by Mila
Song : Paaper Pujari (পাপের পুজারী)
Singer : Mila
Lyric : Shahan Kabondo
Tune & Music : Fuad Al Muqtadir
Language : Bangla
Label : Agniveena
পাপেরও পুজারী, দৃশ্য হাজারী
উপচে পেয়ালা মৃত সুধা।
হাজারো বিন্দু গড়েছে সিন্ধু,
সাত আসমান জুড়ে লালাস ক্ষুধা।
আকাশ জুড়ে হাজার তারা, তারই ইশারা,
মনের মাঝে স্বর্গ নরক, অযথা দিশেহারা।
জগতের উঠানে বাটিতে উজানে,
খোদারও প্রেম মজিল নিরবে।
জগতের উঠানে বাটিতে উজানে,
খোদারও প্রেম মজিল নিরবে।
ভবেরও বাজারে কেউ আগে কেউ পরে
মগ্ন সবাই নিজের ঘরে।
অসহায় ভ্রান্ত গৃহহারা ক্লান্ত
ক্ষুদ্র আশায় প্রতীক হাতে।
ভবেরও বাজারে কেউ আগে কেউ পরে
মগ্ন সবাই নিজের ঘরে।
অসহায় ভ্রান্ত গৃহহারা ক্লান্ত
ক্ষুদ্র আশায় প্রতীক হাতে।
আকাশ জুড়ে হাজার তারা, তারই ইশারা,
মনের মাঝে স্বর্গ নরক, অযথা দিশেহারা।
জগতের উঠানে বাটিতে উজানে,
খোদারও প্রেম মজিল নিরবে।
জগতের উঠানে বাটিতে উজানে,
খোদারও প্রেম মজিল নিরবে।
মিলবে হাসরে বিচারে আসরে,
কাতার কাতার নত মাথা
ঝড়ছে ঝরঝর শূন্য পারাপার
সত্য মানুষ অধিকতা।
মিলবে হাসরে বিচারে আসরে,
কাতার কাতার নত মাথা
ঝড়ছে ঝরঝর শূন্য পারাপার
সত্য মানুষ অধিকতা।
আকাশ জুড়ে হাজার তারা, তারই ইশারা,
মনের মাঝে স্বর্গ নরক, অযথা দিশেহারা।
জগতের উঠানে বাটিতে উজানে,
খোদারও প্রেম মজিল নিরবে।
জগতের উঠানে বাটিতে উজানে,
খোদারও প্রেম মজিল নিরবে।
পাপেরও পুজারী, দৃশ্য হাজারী
উপচে পেয়ালা মৃত সুধা।
হাজারো বিন্দু গড়েছে সিন্ধু,
সাত আসমান জুড়ে লালাস ক্ষুধা।
আকাশ জুড়ে হাজার তারা, তারই ইশারা,
মনের মাঝে স্বর্গ নরক, অযথা দিশেহারা।
জগতের উঠানে বাটিতে উজানে,
খোদারও প্রেম মজিল নিরবে।
জগতের উঠানে বাটিতে উজানে,
খোদারও প্রেম মজিল নিরবে।