chole jay jodi keu lyrics
Song : Chole Jay Jodi Keu
Singer : Abdul Hadi
Chole jay jodi keu Bengali Font Lyrics (1) :
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন,
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন,
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।
চলে যায় যদি কেউ....
হাসির পরে কান্না আছে
দুখের পরে সুখ,
হাসির পরে কান্না আছে
দুখের পরে সুখ,
আধার রাতের শেষে যেমন
দেখিস আলোর মুখ।
জন্ম নিলে সবার তরে আছে রে মরন।
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ,
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন।
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ.....
দুদিনেরেই দুনিয়াতে সবাই মুসাফির
দুদিনেরেই দুনিয়াতে সবাই মুসাফির
এ সংসারের মোহ মায়ার হই কেন অধীর
যায় না মোছা কখন যে ভাগ্যেরই লিখন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন,
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ....
Chole jay jodi keu Bengali Font Lyrics (2) :
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন,
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।
হাসির পরে কান্না আছে
দুখের পরে সুখ,
আধার রাতের শেষে যেমন
দেখিস আলোর মুখ।
জন্ম নিলে সবার তরে আছে রে মরন।
দুদিনেরেই দুনিয়াতে সবাই মুসাফির
এ সংসারের মোহ মায়ার হই কেন অধীর
যায় না মোছা কখন যে ভাগ্যেরই লিখন।
Chole jay jodi keu English font Lyrics :
Chole jay jodi keu Badon chire
kandis keno mon,
Vanga Gora ei jibone ache sorbokhon.
Hasir pore kanna ache
Dukher pore sukh,
Adar rater seshe jemon
Dekhis alor mukh.
Jonmo nile sobar tore ache re moron.
dudiner e duniate sobai musafir
A songsare muho mayar hoi keno odir
jay na musa kokhon je vagger e likhon.