Header Ads

Header ADS

আমি তোমার জন্য কাঁদি - Ami tomar jonno kandi lyrics

Bengali Font Lyrics :




আমি তোমার জন্য কাঁদি
তোমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্য কাঁদি
তোমার মন কি কাঁদে না?
কাঁদালে কাঁদিতে হবে
তাও কি তুমি জানো না?
তোমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?

বন্ধু তোমায় বেসে ভালো
আমার এ কি জ্বালা হলো,
কাঁদিতে জনম গেল,
কাঁদিতে জনম গেল
আর কাঁদিতে পারিনা।
তোমার মন কি কাঁদে না?
আমি তুমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?

আমার মতন কয়জন বলো
বসবে তোমায় এতো ভালো?
সুবাস ছাড়া ফুলে বন্ধু,
সুবাস ছাড়া ফুলে বন্ধু
মন তো কারো গলে না।
তোমার মন কি কাঁদে না?
আমি তুমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?

যে আগুনে জ্বলছি আমি
সেই আগুনে জ্বলবে তুমি,
নিজের ভুলে কাঁদবে সেদিন,
নিজের ভুলে কাঁদবে সেদিন,
পাশে তো কেউ থাকবে না।
তোমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্য কাঁদি
তোমার মন কি কাঁদে না?

English Font Lyrics : 


Ami tomar jonne kandi
Tomar mon ki kande na
Kandale kadite hobe
Tao ki tumi jano na?
Bondhu tomar bese valo
Amar a ki jala holo
Kadite jonom gelo
Aar kadite parina.
Amar moton koyjon bolo
Basbe tomay eto bhalo
Subas chara phule bondhu
Mon to karo gole na
Powered by Blogger.