এই পৃথিবীর পান্থশালায় - ei prithibir panthoshalai lyrics
কন্ঠশিল্পী : আব্দুল হাদী
Bangla Font Lyrics : 1
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেনো বাজে আমার প্রান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেনো বাজে আমার প্রান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান।
কেউ চলে যায় কেউবা আসে
দুদিনের এই পরবাসে।
কেউ চলে যায় কেউবা আসে
দুদিনের এই পরবাসে।
কেউ বোঝে না কারো হাসি অভিমান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান।
এই যোগ বিয়োগের রঙ্গ মেলায়
এলাম কেন তবে,
বাজলে বাশি আবার যদি ফিরেই যেতে হবে।
কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
অশ্রু বুঝি তাই ঝরে অফুরান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেনো বাজে আমার প্রান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান।
Bangla Font Lyrics : 2
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেনো বাজে আমার প্রান।
কেউ চলে যায় কেউবা আসে
দুদিনের এই পরবাসে।
কেউ বোঝে না কারো হাসি অভিমান।
এই যোগ বিয়োগের রঙ্গ মেলায়
এলাম কেন তবে,
বাজলে বাশি আবার যদি ফিরেই যেতে হবে।
কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
অশ্রু বুঝি তাই ঝরে অফুরান।
English Font Lyrics :
Ei Pritibir Pantosalay
Gaite gele gan
Kanna Hoye baje,
Keno baje Amar Pran.
Kew chole jay kewba ashe
Dudiner ei porobashe.
Kew boje na karo hasi oviman.
Ei jog biyoger rongo melay
Elam keno tobe,
Bajle bashi abar jodi firei jete hobe.
Kichui dite parbo na je
Amar sokol ganer maje
Ashru bujhi tai jore Ofuran.