Header Ads

Header ADS

আছেন আমার মোক্তার - achen amar muktar song lyrics


গান : আছেন আমার মোক্তার 

কণ্ঠশিল্পী : সৈয়দ আব্দুল হাদী


আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার।
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার,
আমি পাপী তিনি জামিনদার।
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার।
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার,
আমি পাপী তিনি জামিনদার।

মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই,
হুকুম ছাড়া বাইরে যাই ।
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই,
হুকুম ছাড়া বাইরে যাই ।
মনোরেএএএএএএ ও মনোরেএএএএএএ
দুই কান্দে দুই মুহূরি
লিখতে আছেন ডাইরি।
দুই কান্দে দুই মুহূরি
লিখতে আছেন ডাইরি।
দলিল দেইখা রায় দিবেন
টাকা পয়সার নাই কারবার,
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী তিনি জামিনদার।

সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার,
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার,
টিকিট কাটা আছে যার।
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার,
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার,
টিকিট কাটা আছে যার।
মনোরেএএএএএএ ও মনোরেএএএএএএ
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া।
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া।
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টার,
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপি তিনি জামিনদার।
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার।
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার,
আমি পাপী তিনি জামিনদার।
আমি পাপী তিনি জামিনদার,
আমি পাপী তিনি জামিনদার।



#আছেন আমার মোক্তার - achen amar muktar song lyrics by Abdul hadi
Powered by Blogger.