Header Ads

Header ADS

কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে - koiljar vitor gathi raikhum tuare lyrics



কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে,
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে,
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে,
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে,
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে।

তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ'ত ফরাণ।
তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ'ত ফরাণ।
আর কোনদিন ন'জায়যুম আঁই-
আর কোনদিন ন'জায়যুম আঁই, তোয়ারে ছাড়িয়ারে, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে,
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে।

তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা।
তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা।
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম-
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম নিশিত জাগিয়ারে, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে,
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে।
Powered by Blogger.