ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় - tribhuvana priya muhammad elo re duniya Lyrics
Bengali Font Lyrics :
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
ধূলির ধরা বেহেশতে আজ, জয় করিল দিল রে লাজ।
ধূলির ধরা বেহেশতে আজ, জয় করিল দিল রে লাজ।
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে।
দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে।
কচি মুখে শাহাদাতের
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফী।
আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফী।
দুনিয়া হতে বে-ইনসাফী
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
নিখিল দরুদ পড়ে লয়ে নাম, সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম।
নিখিল দরুদ পড়ে লয়ে নাম, সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম।
জীন পরী ফেরেশতা সালাম
জীন পরী ফেরেশতা সালাম জানায় নবীর পায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
English Font Lyrics :
Tribhuvana priya muhammad elo re duniya.
ay re sagor akash batash dekhbi jodi ay.
Dulir dhora beheste aj, Joy korilo dilo re laz.
Ajke khusir dhol nemeche dhusor Saharay.
Dekh Amina mayer kule, Dule shisu Islam dule.
Kochi mukhe Sahadater bani se sunay.
Ajke joto papi o tapi, Sob gunaher pelo Mafi.
Duniya hote beinsafi, Julum nilo biday.
Nikhil Durud pore loye nam, Sallallaho Alaihi Oua Sallam.
Jin Pori Feresta Salam. Janay nobir pay.....