Header Ads

Header ADS

ভালোবেসে সখী - bhalobeshe shokhi lyrics

রবীন্দ্র সংগীত


লিরিক্স -১


ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার
মনের মন্দিরে।
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো, তোমার
চরণমঞ্জীরে।
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো, তোমার
মনের মন্দিরে।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি, তোমার
প্রাসাদ প্রাঙ্গণে।
মনে করে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী তোমার
কনক কঙ্কণে।
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার
মনের মন্দিরে।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো-- তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো তোমার
ললাট চন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো তোমার
অঙ্গ সৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো তোমার
অতুল গৌরবে।
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার
মনের মন্দিরে।

লিরিক্স - ০২



ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো, তোমার
চরণমঞ্জীরে।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি, তোমার
প্রাসাদ প্রাঙ্গণে।
মনে করে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী তোমার
কনক কঙ্কণে।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো-- তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো তোমার
ললাট চন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো তোমার
অঙ্গ সৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো তোমার
অতুল গৌরবে।
Powered by Blogger.