Header Ads

Header ADS

বাংলার মাটি বাংলার জল লিরিক্স - banglar mati banglar jol lyrics


রবীন্দ্র সংগীত


লিরিক্স - ১


বাংলার মাটি, বাংলার জল, 
বাংলার বায়ু, বাংলার ফল
পুণ্য হউক, পুণ্য হউক,
 পুণ্য হউক হে ভগবান।
বাংলার মাটি, বাংলার জল, 
বাংলার বায়ু, বাংলার ফল
পুণ্য হউক, পুণ্য হউক,
 পুণ্য হউক হে ভগবান।
বাংলার ঘর, বাংলার হাট, 
বাংলার বন, বাংলার মাঠ
বাংলার ঘর, বাংলার হাট, 
বাংলার বন, বাংলার মাঠ
পূর্ণ হউক, পূর্ণ হউক, 
পূর্ণ হউক হে ভগবান।
বাংলার মাটি, বাংলার জল, 
বাংলার বায়ু, বাংলার ফল
পুণ্য হউক, পুণ্য হউক,
 পুণ্য হউক হে ভগবান।
বাঙালির পণ, বাঙালির আশা, 
বাঙালির কাজ, বাঙালির ভাষা
বাঙালির পণ, বাঙালির আশা, 
বাঙালির কাজ, বাঙালির ভাষা
সত্য হউক, সত্য হউক, 
সত্য হউক হে ভগবান।
বাংলার মাটি, বাংলার জল, 
বাংলার বায়ু, বাংলার ফল
পুণ্য হউক, পুণ্য হউক,
 পুণ্য হউক হে ভগবান।
বাঙালির প্রাণ, বাঙালির মন,
 বাঙালির ঘরে যত ভাই বোন
বাঙালির প্রাণ, বাঙালির মন,
 বাঙালির ঘরে যত ভাই বোন
এক হউক, এক হউক, 
এক হউক হে ভগবান।
বাংলার মাটি, বাংলার জল, 
বাংলার বায়ু, বাংলার ফল
পুণ্য হউক, পুণ্য হউক,
 পুণ্য হউক হে ভগবান।
বাংলার মাটি, বাংলার জল, 
বাংলার বায়ু, বাংলার ফল
পুণ্য হউক, পুণ্য হউক,
 পুণ্য হউক হে ভগবান।

লিরিক্স - ০২

বাংলার মাটি, বাংলার জল, 
বাংলার বায়ু, বাংলার ফল
পুণ্য হউক, পুণ্য হউক,
 পুণ্য হউক হে ভগবান।
বাংলার ঘর, বাংলার হাট, 
বাংলার বন, বাংলার মাঠ
বাংলার ঘর, বাংলার হাট, 
বাংলার বন, বাংলার মাঠ
পূর্ণ হউক, পূর্ণ হউক, 
পূর্ণ হউক হে ভগবান।
বাঙালির পণ, বাঙালির আশা, 
বাঙালির কাজ, বাঙালির ভাষা
সত্য হউক, সত্য হউক, 
সত্য হউক হে ভগবান।
বাঙালির প্রাণ, বাঙালির মন,
 বাঙালির ঘরে যত ভাই বোন
এক হউক, এক হউক, 
এক হউক হে ভগবান।
Powered by Blogger.