Header Ads

Header ADS

বধূ কোন আলো লাগলো চোখে - bodhu kon alo laglo chokhe lyrics

রবীন্দ্র সংগীত


বধূ কোন আলো,
লাগলো লাগলো চোখে
লাগলো চোখে বধূ
কোন আলো?
লাগলো লাগলো চোখে।
বধূ কোন আলো লাগলো চোখে,
বধূ কোন আলো লাগলো চোখে,
বুঝি দিপ্তি রুপে ছিলে সূর্য লোকে..........
বধূ কোন আলো লাগলো চোখে।
ছিলো মনও তোমারি প্রতিক্ষা করি,
যুগে যুগে দিন ও রাত্রি ধরি।
ছিলো মর্ম বেদনা ঘন অন্ধকারে.
জন্ম জন্ম গেল বিরহ শোকে....
বধূ কোন আলো লাগলো চোখে।
অস্ফুট মঞ্জরী কুঞ্জবনে
সঙ্গীতো শুন্য বিষন্ন মনে
কুঞ্জবনে,
অস্ফুট মঞ্জরী কুঞ্জবনে
সঙ্গীতো শুন্য বিষন্ন মনে
সঙ্গী রিক্ত চির দুঃখরাতি
পোহাবো কি নির্জনে শয়নো পাতি
সুন্দরো হে সুন্দরো হে
বরমাল্যখানি তব আনো বহে
তুমি আনো বহে
অবগুন্ঠনো ছায়া ঘুচায়ে দিয়ে
হ্যারো লজ্জিতো স্মিতমুখো শুভআলোকে....
বধূ কোন আলো লাগলো লাগলো চোখে
লাগলো চোখে বধূ
কোন আলো?
লাগলো লাগলো চোখে।
Powered by Blogger.