Header Ads

Header ADS

বাদল দিনের প্রথম কদম ফুল লিরিক্স - badal diner prothom kodom phul lyrics


রবীন্দ্র সংগীত

লিরিক্স - ০২


বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান।
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান।
মেঘের ছায়ায় অন্ধকারে, রেখেছি ঢেকে তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান।
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে,
এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে,
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান।
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান।


লিরিক্স - ০২


বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান।
মেঘের ছায়ায় অন্ধকারে, রেখেছি ঢেকে তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান।
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে,
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান।
Powered by Blogger.