Khub Valobeshechi lyrics | খুব ভালবেসেছি লিরিক্স | Belal Khan | bangla song lyrics
Song : Khub Valobeshechi ( খুব ভালবেসেছি )
Singer & Composer : Belal Khan
Lyric : Sajeeb Shahriar
Music Producer : M.A Rahman
Accustic Guitar : R Joy
Release Date: 27-02-2020
Director : Smak Azad
লিরিক্স - ০১
এই মনের ফ্রেমে থেমে থেমে
তোমার ছবি এঁকেছি
হৃদয় কোনে সযত্নে আগলে রেখেছি ।
দিনে রাতে ভাবনাতে মগ্ন থেকেছি
তোমার আদর বুকের পাঁজর জুড়ে মেখেছি ।
আমার লগন সব আলাপন তোমার সাথে করেছি
হৃদয় দেশে অবশেষে তোমায় খুজে পেয়েছি ।
ভালোবেসেছি খুব ভালোবেসেছি
ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি ।
ভাবনার দেওয়াল আনমনে খেয়াল
তুমি ছাড়া কেউ নাই,
অনুভবে সব উৎসবে
জুড়ে থাকো পুরোটাই ।
ভাবনার দেওয়াল আনমনে খেয়াল
তুমি ছাড়া কেউ নাই,
অনুভবে সব উৎসবে
জুড়ে থাকো পুরোটাই ।
তুমি আমার আলো আশার
আমি জেনে গেছি ।
তুমি আমার আলো আশার
আমি জেনে গেছি ।
ভালোবেসেছি খুব ভালোবেসেছি
ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি ।
কবিতারা সব বাড়ায় কলোরব
তোমার নামে দিন সাজাই,
একই মতামত একই শপথ
তোমাতে শুধু হারাই।
কবিতারা সব বাড়ায় কলোরব
তোমার নামে দিন সাজাই,
একই মতামত একই শপথ
তোমাতে শুধু হারাই ।
তুমি আমার স্বপ্ন হাজার
আমি বুঝে গেছি ।
তুমি আমার স্বপ্ন হাজার
আমি বুঝে গেছি ।
ভালোবেসেছি খুব ভালোবেসেছি
ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি ।
এই মনের ফ্রেমে থেমে থেমে
তোমার ছবি এঁকেছি
হৃদয় কোনে সযত্নে আগলে রেখেছি ।
দিনে রাতে ভাবনাতে মগ্ন থেকেছি
তোমার আদর বুকের পাঁজর জুড়ে মেখেছি ।
আমার লগন সব আলাপন তোমার সাথে করেছি
হৃদয় দেশে অবশেষে তোমায় খুজে পেয়েছি ।
ভালোবেসেছি খুব ভালোবেসেছি
ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি ।
লিরিক্স - ০২
এই মনের ফ্রেমে থেমে থেমে
তোমার ছবি এঁকেছি
হৃদয় কোনে সযত্নে আগলে রেখেছি ।
দিনে রাতে ভাবনাতে মগ্ন থেকেছি
তোমার আদর বুকের পাঁজর জুড়ে মেখেছি ।
আমার লগন সব আলাপন তোমার সাথে করেছি
হৃদয় দেশে অবশেষে তোমায় খুজে পেয়েছি ।
ভালোবেসেছি খুব ভালোবেসেছি
ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি ।
ভাবনার দেওয়াল আনমনে খেয়াল
তুমি ছাড়া কেউ নাই,
অনুভবে সব উৎসবে
জুড়ে থাকো পুরোটাই ।
তুমি আমার আলো আশার
আমি জেনে গেছি ।
কবিতারা সব বাড়ায় কলোরব
তোমার নামে দিন সাজাই,
একই মতামত একই শপথ
তোমাতে শুধু হারাই।
তুমি আমার স্বপ্ন হাজার
আমি বুঝে গেছি ।
তুমি আমার স্বপ্ন হাজার
আমি বুঝে গেছি ।
দিনে রাতে ভাবনাতে মগ্ন থেকেছি
তোমার আদর বুকের পাঁজর জুড়ে মেখেছি ।
আমার লগন সব আলাপন তোমার সাথে করেছি
হৃদয় দেশে অবশেষে তোমায় খুজে পেয়েছি ।