Header Ads

Header ADS

একবার যদি কেউ ভালোবাসতো - Ekbar jodi keu valobashto lyrics

গান : একবার যদি কেউ ভালোবাসতো
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী
ছবি: জন্ম থেকে জ্বলছি,
গীতিকার: আমজাদ হোসেন।
সুরকার: আলাউদ্দিন আলী।

লিরিক্স - ০১


একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো।
একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো।
এ জীবন তবু কিছু না কিছু পেত।
একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো।
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা,
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা,
এ জীবন তবু কিছু না কিছু পেত।
একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো।
যদি এমন হতো একটি শ্রাবণ,
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ!
যদি এমন হতো একটি শ্রাবণ,
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ!
এ জীবন তবু কিছু না কিছু পেত।
একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো।
এ জীবন তবু কিছু না কিছু পেত।
একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো।

লিরিক্স - ০২



একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো।
এ জীবন তবু কিছু না কিছু পেত।
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা,
যদি এমন হতো একটি শ্রাবণ,
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ!
Powered by Blogger.