Header Ads

Header ADS

তুই বড় বেইমান রে বন্ধু | Tui Boro Beiman Re Bondhu | Samz Vai | Bangla New Song Lyrics



Song: Tui Boro Beiman Re Bondhu (তুই বড় বেইমান রে বন্ধু)
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Music: Ankur Mahamud

লিরিক্স - ০১


আমার সাধের রজ্ঞিন স্বপ্নগুলা কে?
আমারে ভুইলা গিয়া ভালোই আছে সে।
আমার অগোছালো জীবনটা গোছাই দিবো কে?
হারানো সব ভালোবাসা দে, ফিরাইয়া দে।
ভুইলা গেলি আমারে তুই নতুন কোনো টানে,
কষ্টগুলা উড়াই দিলাম কইয়া গানে গানে।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান।
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মন প্রাণ।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান।
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মন প্রাণ।
ওও কাটছে সময় ব্যস্ত সুখের মগ্ন নতুন মায়ায়,
দিন কাটে তোর কার ভাবনায়, চলিস কার ইশারায়।
যায় না ভুলা কোনো স্মৃতি, কেমনে পারলি তুই?
এখন, মনের দুঃখ মনের কথা কারে আমি কই?
যদি পারিস থাকিতে তুই আমাকে ভুলে,
আমি শুকনো পাতার মতো ঝড়বো তাহলে।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান।
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মন প্রাণ।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান।
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মন প্রাণ।
তোর আশায় আশায় দিন গেল ফুরিয়া,
কি পেলাম তোরে ভালোবাসিয়া?
আমার এ মন জানে, কতটা গেঁথে আচিস হৃদয়টা জুড়ে।
ভালোবেসে তোরে অবশেষে রইলাম আমি একা ঘরে,
দিন কাটে না রাত নির্ঘুম তোর ভাবনায়,
সময় আমার ফুরায় গেল তোর আশায় আশায়,
হায়রে, সময় আমার ফুরায় গেল তোর আশায় আশায়।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান।
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মন প্রাণ।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান।
ভুল বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মন প্রাণ।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান।
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মন প্রাণ।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান।
ভুল বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মন প্রাণ।

লিরিক্স - ০২


আমার সাধের রজ্ঞিন স্বপ্নগুলা কে?
আমারে ভুইলা গিয়া ভালোই আছে সে।
আমার অগোছালো জীবনটা গোছাই দিবো কে?
হারানো সব ভালোবাসা দে, ফিরাইয়া দে।
ভুইলা গেলি আমারে তুই নতুন কোনো টানে,
কষ্টগুলা উড়াই দিলাম কইয়া গানে গানে।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান।
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মন প্রাণ।
ওও কাটছে সময় ব্যস্ত সুখের মগ্ন নতুন মায়ায়,
দিন কাটে তোর কার ভাবনায়, চলিস কার ইশারায়।
যায় না ভুলা কোনো স্মৃতি, কেমনে পারলি তুই?
এখন, মনের দুঃখ মনের কথা কারে আমি কই?
যদি পারিস থাকিতে তুই আমাকে ভুলে,
আমি শুকনো পাতার মতো ঝড়বো তাহলে।
তোর আশায় আশায় দিন গেল ফুরিয়া,
কি পেলাম তোরে ভালোবাসিয়া?
আমার এ মন জানে, কতটা গেঁথে আচিস হৃদয়টা জুড়ে।
ভালোবেসে তোরে অবশেষে রইলাম আমি একা ঘরে,
দিন কাটে না রাত নির্ঘুম তোর ভাবনায়,
সময় আমার ফুরায় গেল তোর আশায় আশায়,


Powered by Blogger.