বখাটে - Bokhate lyrics
উপমা হীন
আঁচল দিয়া ডাইকা রাইখো
দেখবোনা তো মুখ তোমার,
জল ভরা চোখে কান্না
আজও ভাসে চোখে আমার।
শূন্য আকাশে উড়ে
তোমার কালো চুল,
ঠিক তখনই বলেছিলে
ভালোবাসি তোমায়,
এখন, রাঙ্গা ঠোঁটে বলে পাগল
জাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে, গেলো আমায় ছাড়িয়া।
কত স্বপ্ন সাজিয়েছি?
ছোট মনের ঘরে,
সবকিছু আজ ভেঙ্গে গেল,
কালবৈশাখী ঝড়ে।
কালো কাজল চোখের আকাশ
দেখবো বলে আভাস
আজও পথ চেয়ে বসে আছি
তোমার প্রতিক্ষায়।
দুর থেকে ভালোবেসে যাব
বলবো না কখনও আর,
ঘুমের ঘোরে তোমার ছবি
ভেসে ওঠে বারবার।
লাল নীল শাড়ি পড়ে
জ্বলে ওঠ বারান্দায়,
দেখো চেয়ে, আমি দাঁড়িয়ে
আজও ভালোবাসি তোমায়।
উপমা যুক্ত
আঁচল দিয়া ডাইকা রাইখো
দেখবোনা তো মুখ তোমার,
জল ভরা চোখে কান্না
আজও ভাসে চোখে আমার।
আঁচল দিয়া ডাইকা রাইখো
দেখবোনা তো মুখ তোমার,
জল ভরা চোখে কান্না
আজও ভাসে চোখে আমার।
শূন্য আকাশে উড়ে
তোমার কালো চুল,
ঠিক তখনই বলেছিলে
ভালোবাসি তোমায়,
এখন, রাঙ্গা ঠোঁটে বলে পাগল
জাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে, গেলো আমায় ছাড়িয়া।
রাঙ্গা ঠোঁটে বলে পাগল
জাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে গেলো আমায় ছাড়িয়া।
কত স্বপ্ন সাজিয়েছি?
ছোট মনের ঘরে,
সবকিছু আজ ভেঙ্গে গেল,
কালবৈশাখী ঝড়ে।
কত স্বপ্ন সাজিয়েছি?
ছোট মনের ঘরে,
সবকিছু আজ ভেঙ্গে গেল,
কালবৈশাখী ঝড়ে।
কালো কাজল চোখের আকাশ
দেখবো বলে আভাস
আজও পথ চেয়ে বসে আছি
তোমার প্রতিক্ষায়।
এখন, রাঙ্গা ঠোঁটে বলে পাগল
জাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে, গেলো আমায় ছাড়িয়া।
রাঙ্গা ঠোঁটে বলে পাগল
জাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে গেলো আমায় ছাড়িয়া।
দুর থেকে ভালোবেসে যাব
বলবো না কখনও আর,
ঘুমের ঘোরে তোমার ছবি
ভেসে ওঠে বারবার।
দুর থেকে ভালোবেসে যাব
বলবো না কখনও আর,
ঘুমের ঘোরে তোমার ছবি
ভেসে ওঠে বারবার।
লাল নীল শাড়ি পড়ে
জ্বলে ওঠ বারান্দায়,
দেখো চেয়ে, আমি দাঁড়িয়ে
আজও ভালোবাসি তোমায়।
এখন, রাঙ্গা ঠোঁটে বলে পাগল
জাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে, গেলো আমায় ছাড়িয়া।
রাঙ্গা ঠোঁটে বলে পাগল
জাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে গেলো আমায় ছাড়িয়া।
আঁচল দিয়া ডাইকা রাইখো
দেখবোনা তো মুখ তোমার,
জল ভরা চোখে কান্না
আজও ভাসে চোখে আমার।