Header Ads

Header ADS

আমার কলিজাটা পোড়া - amar kolijata pora lyrics


উপমা হীন


আকাশে অনেক তারার ভীড়ে,
 আমি তোরে খুইজা পাইলাম নারে। 
আবেদন খোদার দরবারে, 
আখিরাতে পাই যেন তোরে।
 আমার কলিজাটা পোড়া,
 আমি একটা জ্যান্ত মরা।
 কি করে বাইচা থাকি
 আমি তোরে ছাড়া। 
পাগল হইয়া পইড়া থাকি,  তর সমাধিতে,
চোখের জলে, দোয়া করি প্রতি মোনাজাতে।
কস্ট গুলা পুইসা বুকে, মুখে হাইসা যাই।
 তোর কাছে কবে যাব প্রহর গুনি তাই। 

উপমা যুক্ত


আকাশে অনেক তারার ভীড়ে,
 আমি তোরে খুইজা পাইলাম নারে। 
আবেদন খোদার দরবারে, 
আখিরাতে পাই যেন তোরে।

আকাশে অনেক তারার ভীড়ে,
 আমি তোরে খুইজা পাইলাম নারে। 
আবেদন খোদার দরবারে, 
আখিরাতে পাই যেন তোরে।

 আমার কলিজাটা পোড়া,
 আমি একটা জ্যান্ত মরা।
 কি করে বাইচা থাকি
 আমি তোরে ছাড়া। 

আমার কলিজাটা পোড়া,
 আমি একটা জ্যান্ত মরা।
 কি করে বাইচা থাকি
 আমি তোরে ছাড়া। 


পাগল হইয়া পইড়া থাকি,  তর সমাধিতে,
চোখের জলে, দোয়া করি প্রতি মোনাজাতে।

পাগল হইয়া পইড়া থাকি,  তর সমাধিতে,
চোখের জলে, দোয়া করি প্রতি মোনাজাতে।
আমার কলিজাটা পোড়া,
 আমি একটা জ্যান্ত মরা।
 কি করে বাইচা থাকি
 আমি তোরে ছাড়া। 
আমার কলিজাটা পোড়া,
 আমি একটা জ্যান্ত মরা।
 কি করে বাইচা থাকি
 আমি তোরে ছাড়া। 


কস্ট গুলা পুইসা বুকে, মুখে হাইসা যাই।
 তোর কাছে কবে যাব প্রহর গুনি তাই। 

কস্ট গুলা পুইসা বুকে, মুখে হাইসা যাই।
 তোর কাছে কবে যাব প্রহর গুনি তাই।
আমার কলিজাটা পোড়া,
 আমি একটা জ্যান্ত মরা।
 কি করে বাইচা থাকি
 আমি তোরে ছাড়া। 
আমার কলিজাটা পোড়া,
 আমি একটা জ্যান্ত মরা।
 কি করে বাইচা থাকি
 আমি তোরে ছাড়া। 

আকাশে অনেক তারার ভীড়ে,
 আমি তোরে খুইজা পাইলাম নারে। 
আবেদন খোদার দরবারে, 
আখিরাতে পাই যেন তোরে।
আখিরাতে পাই যেন তোরে।

 আমার কলিজাটা পোড়া,
 আমি একটা জ্যান্ত মরা।
 কি করে বাইচা থাকি
 আমি তোরে ছাড়া। 

আমার কলিজাটা পোড়া,
 আমি একটা জ্যান্ত মরা।
 কি করে বাইচা থাকি
 আমি তোরে ছাড়া। 
Powered by Blogger.