Header Ads

Header ADS

তুমি রবে নীরবে - tumi robe nirobe lyrics


উপমা হীন


তুমি রবে নীরবে
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।
নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী-সম
মম জীবন যৌবন
মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে,
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন
মম সফল স্বপন,
তুমি ভরিবে সৌরভে

উপমা যুক্ত


তুমি রবে নীরবে
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।
নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।

মম জীবন যৌবন
মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে,
নিশীথিনী-সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম.
তুমি রবে নীরবে।

জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন
মম সফল স্বপন,
মম দুঃখবেদন
মম সফল স্বপন,
তুমি ভরিবে সৌরভে
নিশীথিনী সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।
নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।

Powered by Blogger.