প্রেমের প্যারা ভালো লাগে না - premer pera valo lage na lyrics
উপমা হীন
প্রেমে পইড়া খাইছি আমি ছ্যাকা রে,
ছ্যাকা খাইয়া হইয়া গেছি বেকা রে।
তোমার প্রেমে ছিলাম আমি বোকা রে,
তাইতো তুমি দিলা আমায় ধোকা রে ।
কেনো তুমি করলা এমন ছলনা?
প্রেমের প্যারা ভালো লাগে না,
তোমায় ভালোবাইসা আমি হইয়াছি পাগল,
পাড়ার মানুষ বলে আমার মাথায় গণ্ডগোল।
মুখে মধু অন্তরে বিষ জানা ছিল না,
তুমি এমন ভন্ড ছিলা মানতে পারিনা।
উপমা যুক্ত
প্রেমে পইড়া খাইছি আমি ছ্যাকা রে,
ছ্যাকা খাইয়া হইয়া গেছি বেকা রে।
তোমার প্রেমে ছিলাম আমি বোকা রে,
তাইতো তুমি দিলা আমায় ধোকা রে ।
প্রেমে পইড়া খাইছি আমি ছ্যাকা রে,
ছ্যাকা খাইয়া হইয়া গেছি বেকা রে।
তোমার প্রেমে ছিলাম আমি বোকা রে,
তাইতো তুমি দিলা আমায় ধোকা রে ।
কেনো তুমি করলা এমন ছলনা?
প্রেমের প্যারা ভালো লাগে না,
আমার,
প্রেমের প্যারা ভালো লাগে না।
প্রেমের প্যারা ভালো লাগে না,
আমার,
প্রেমের প্যারা ভালো লাগে না।
তোমায় ভালোবাইসা আমি হইয়াছি পাগল,
পাড়ার মানুষ বলে আমার মাথায় গণ্ডগোল।
তোমায় ভালোবাইসা আমি হইয়াছি পাগল,
পাড়ার মানুষ বলে আমার মাথায় গণ্ডগোল।
তবু কেনো করলা এমন বাহানা।
প্রেমের প্যারা ভালো লাগে না।
আমার,
প্রেমের প্যারা ভালো লাগে না।
প্রেমের প্যারা ভালো লাগে না।
আমার,
প্রেমের প্যারা ভালো লাগে না।
মুখে মধু অন্তরে বিষ জানা ছিল না,
তুমি এমন ভন্ড ছিলা মানতে পারিনা।
মুখে মধু অন্তরে বিষ জানা ছিল না,
তুমি এমন ভন্ড ছিলা মানতে পারিনা।
তবু কেনো ভুলতে তোমায় পারিনা।
প্রেমের প্যারা ভালো লাগে না।
আমার,
প্রেমের প্যারা ভালো লাগে না।
প্রেমের প্যারা ভালো লাগে না।
আমার,
প্রেমের প্যারা ভালো লাগে না।
প্রেমে পইড়া খাইছি আমি ছ্যাকা রে,
ছ্যাকা খাইয়া হইয়া গেছি বেকা রে।
তোমার প্রেমে ছিলাম আমি বোকা রে,
তাইতো তুমি দিলা আমায় ধোকা রে ।
প্রেমে পইড়া খাইছি আমি ছ্যাকা রে,
ছ্যাকা খাইয়া হইয়া গেছি বেকা রে।
তোমার প্রেমে ছিলাম আমি বোকা রে,
তাইতো তুমি দিলা আমায় ধোকা রে ।
কেনো তুমি করলা এমন ছলনা?
প্রেমের প্যারা ভালো লাগে না,
আমার,
প্রেমের প্যারা ভালো লাগে না।
প্রেমের প্যারা ভালো লাগে না,
আমার,
প্রেমের প্যারা ভালো লাগে না।