Header Ads

Header ADS

আমার দেশের মাটির গন্ধে - amar desher matir gondhe lyrics


1.


আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন
শ্যামল কোমল পরশ ছড়ায়ে নেই কিছু প্রয়োজন।
প্রাণে প্রাণে যেন তাই এই সুর শুধু পাই,
দিগন্ত জুড়ে সোনা রং ছবি একে যাই সারাক্ষন।
বাতাসে আমার সবুজ সপ্ন দুলছে
কন্ঠে কন্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।
গানে গানে আজি তাই এই কথা বলে যাই
নতুন আশার এনেছি জীবনে সুর্যের এ লগন।

2.


আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন,
শ্যামল কোমল পরশ ছড়ায়ে নেই কিছু প্রয়োজন।
আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন,
শ্যামল কোমল পরশ ছড়ায়ে নেই কিছু প্রয়োজন।
আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন,
শ্যামল কোমল পরশ ছড়ায়ে নেই কিছু প্রয়োজন।
প্রাণে প্রাণে যেন তাই এই সুর শুধু পাই,
দিগন্ত জুড়ে সোনা রং ছবি একে যাই সারাক্ষন।

আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন,
শ্যামল কোমল পরশ ছড়ায়ে নেই কিছু প্রয়োজন।

বাতাসে আমার সবুজ সপ্ন দুলছে
কণ্ঠে কণ্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।

গানে গানে আজি তাই সেই কথা বলে যাই
গানে গানে আজি তাই সেই কথা বলে যাই

নতুন আশার এনেছি জীবনে সুর্যের এ লগন।

আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন,

শ্যামল কোমল পরশ ছড়ায়ে নেই কিছু প্রয়োজন।

আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন,
শ্যামল কোমল পরশ ছড়ায়ে নেই কিছু প্রয়োজন।

Powered by Blogger.