আমায় যদি প্রশ্ন করে - Amay Jodi Prosno Kore lyrics
আমায় যদি প্রশ্ন করে
আলো-নদীর এক দেশ
বলবো আমি বাংলাদেশ।
আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ
বলবো আমি বাংলাদেশ।
বলবো আমি বাংলাদেশ।
এক সূর্যের হাজার আলোর কণা
ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা।
এক সূর্যের হাজার আলোর কণা
ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা।
আমায় যদি প্রশ্ন করে
মায়াবতীর কোন দেশ
বলবো আমি বাংলাদেশ।
বলবো আমি বাংলাদেশ।
নব দিগন্তের নতুন চলার চিঠি
মেলেছে এ জীবন সম্ভাবনার দীতি।
নব দিগন্তের নতুন চলার চিঠি
মেলেছে এ জীবন সম্ভাবনার দীতি।
আমায় যদি প্রশ্ন করে
কাব্য-গীতির কোন দেশ
বলবো আমি বাংলাদেশ।
বলবো আমি বাংলাদেশ।
আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ
বলবো আমি বাংলাদেশ।
আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ
বলবো আমি বাংলাদেশ।
বলবো আমি বাংলাদেশ।
বলবো আমি বাংলাদেশ।