Header Ads

Header ADS

একতারা তুই দেশের কথা - Aktara Tui Deser Kotha lyrics


1.

একতারা তুই দেশের কথা
বলরে এবার বল।
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল।
জীবন মরন মাঝে
তোর সুর যেন বাজে।
একটি গানই আমি শুধু
গেয়ে যেতে চাই।
বাংলা আমার আমি যে তার
আর তো চাওয়া নাই রে…
আর তো চাওয়া নাই।
প্রানের প্রিয় তুমি
মোর সাধের জন্মভূমি।
একটি কথায় শুধু আমি
বলে যেতে চাই।
বাংলায় আমার সুখে দুঃখে
হয় যেন গো ঠাই রে
হয় যেন গো ঠাই।
তোমায় বরন করে
যেন যেতে পারি মরে।

2.


একতারা তুই দেশের কথা

বলরে এবার বল।
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল।
জীবন মরন মাঝে
তোর সুর যেন বাজে।
জীবন মরন মাঝে

তোর সুর যেন বাজে।
একতারা তুই দেশের কথা

বলরে এবার বল।
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল।


একটি গানই আমি শুধু
গেয়ে যেতে চাই।
বাংলা আমার আমি যে তার
আর তো চাওয়া নাই রে,
আর তো চাওয়া নাই।
একটি গানই আমি শুধু

গেয়ে যেতে চাই।
বাংলা আমার আমি যে তার
আর তো চাওয়া নাই রে,

আর তো চাওয়া নাই।
প্রানের প্রিয় তুমি
মোর সাধের জন্মভূমি।
প্রানের প্রিয় তুমি

মোর সাধের জন্মভূমি।
একতারা তুই দেশের কথা

বলরে এবার বল।
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল।


একটি কথায় শুধু আমি
বলে যেতে চাই।
বাংলায় আমার সুখে দুঃখে
হয় যেন গো ঠাই রে
হয় যেন গো ঠাই।
একটি কথায় শুধু আমি

বলে যেতে চাই।
বাংলায় আমার সুখে দুঃখে
হয় যেন গো ঠাই রে
হয় যেন গো ঠাই।
তোমায় বরন করে
যেন যেতে পারি মরে।
তোমায় বরন করে

যেন যেতে পারি মরে।

একতারা তুই দেশের কথা

বলরে এবার বল।
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল।
জীবন মরন মাঝে
তোর সুর যেন বাজে।
জীবন মরন মাঝে

তোর সুর যেন বাজে।
একতারা তুই দেশের কথা

বলরে এবার বল।
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল।
Powered by Blogger.