আর যুদ্ধ নয় - ar juddho noy lyrics
আর যুদ্ধ নয়, আর যুদ্ধ নয়,
না না যুদ্ধ নয়, যুদ্ধ নয়, যুদ্ধ নয়,
আর যুদ্ধ নয়, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, যুদ্ধ নয়,
মোরা মুক্তি সেনা, করেছি যুদ্ধ জয়
মোরা মুক্তি সেনা, করেছি যুদ্ধ জয়
যুদ্ধ নয়, যুদ্ধ নয়, না না যুদ্ধ নয়,
শান্তির মা আসুক সারা
বিশ্বময়, বিশ্বময়, বিশ্বময়।
শান্তির মা, সূর্য হয়ে, উঠল।
মোরা মুক্তি সেনা, করেছি যুদ্ধ জয়
মোরা মুক্তি সেনা, করেছি যুদ্ধ জয়
যুদ্ধ নয়, যুদ্ধ নয়, না না যুদ্ধ নয়,
শান্তির মা আসুক সারা
বিশ্বময়, বিশ্বময়, বিশ্বময়।
অনেক রক্ত মোরা ঢেলেছি অবিরত,
স্বাধীন হতে প্রাণ দিয়েছি শতশত।
অনেক রক্ত মোরা ঢেলেছি অবিরত,
স্বাধীন হতে প্রাণ দিয়েছি শতশত।
মোরা মুক্তি সেনা, করেছি যুদ্ধ জয়
মোরা মুক্তি সেনা, করেছি যুদ্ধ জয়
যুদ্ধ নয়, যুদ্ধ নয়, না না যুদ্ধ নয়,
শান্তির মা আসুক সারা
বিশ্বময়, বিশ্বময়, বিশ্বময়।
ওওওও ওওওও ওওওও ওওওও ওওওও ওওওও
আঘাত যদি আসে করবো প্রতিহত,
বৃহৎ ভুলে মোরা হয়েছি সুসংহত।
আঘাত যদি আসে করবো প্রতিহত,
বৃহৎ ভুলে মোরা হয়েছি সুসংহত।
মোরা মুক্তি সেনা, করেছি যুদ্ধ জয়
মোরা মুক্তি সেনা, করেছি যুদ্ধ জয়
যুদ্ধ নয়, যুদ্ধ নয়, না না যুদ্ধ নয়,
শান্তির মালা আসুক সারা
বিশ্বময়, বিশ্বময়, বিশ্বময়।
শান্তির মা, সূর্য হয়ে, উঠল।
মোরা মুক্তি সেনা, করেছি যুদ্ধ জয়
মোরা মুক্তি সেনা, করেছি যুদ্ধ জয়
যুদ্ধ নয়, যুদ্ধ নয়, না না যুদ্ধ নয়,
শান্তির মা আসুক সারা
বিশ্বময়, বিশ্বময়, বিশ্বময়।
হাহাহা হাহাহা হাহাহা হাহাহা হাহাহাহা