Header Ads

Header ADS

দুরে কোথায় দুরে দুরে - dure kothay dure dure lyrics

রবীন্দ্র সংগীত


দুরে কোথায়? দুরে দুরে
দুরে কোথায়? দুরে দুরে
 আমার মন বেড়ায় গো
ঘুরে ঘুরে
দুরে কোথায়? দুরে দুরে।
যে বাঁশিতে বাতাস কাঁদে 
সেই বাঁশিটির সুরে সুরে
 দুরে কোথায়? দুরে দুরে। 
যে পথ সকল দেশ পাড়ায়ে
 উদাস হয়ে যায় হারায়ে।
সে পথ বেয়ে কাঙাল পরান,
যেতে চায় কোন অচিনপুরে।
দুরে কোথায়? দুরে দুরে।
Powered by Blogger.