আমাকে নিয়ে চলোনা - Amake Niye Cholona lyrics
Song : Amake Niye Cholona
Lyric : Nahidul Islam Chonjury
Singer : Akhtab Khan
Tune & Composition : Akhtab Khan
Music Producer : Tanzil Hasan
Co-Composer : Zabeer Hossain
Cast : Tashfikal Sami & Fabiha Bushra
Director : Hayat Mahmud Rahat
আমার চোখের কোনে, লেগে থাকো তুমি ঘুম হয়ে
আবারো তোমায় দেখবো বলে,
ছুটে আসি আজও পথ ভুলে।
আমাকে নিয়ে চলোনা, তোমারও মনের দুনিয়ায়।
কেনো আজ দুটো পথ দুদিকে দেখে,
তোমারও না বলা কথায়, আমাকে তবু রাখো না,
কেনো মন পড়ে থাকে আজও তোমাতে,
ওওওওওও রা নানানানানানা
আজও অকারণে তোমায় চেয়ে চেয়ে দিন
কাটে পূর্ণ অঙ্গীকারে।
হয়তো বলিনে তুমি আর আমার প্রার্থনায়,
তবুও থেকে যাও আমার অণুরনে।
তোমারও হাজার বারণ, জোর করে করি পালন
আজ নিজেকে ভুলে।
তোমারও চোখের ভাষা, বসে আছি শত আশা
আজ তোমাকে ভেবে।
কেনো আজও তোমায় ভেবে, থাকে দিনগুলো যেনো থেমে
আবারও তোমায় পাবো বলে,
ফিরে আসি আজও ভুল করে।
আমাকে মনে করোনা, তোমারও স্মৃতির আঙিনায়
কেনো তুমি আজও আমায় থাকো ভুলে।
আমাকে তবু বলোনা, তোমারও মনের ইশারায়
কেনো তুমি রয়ে যাও আমার খেয়ালে..
ওওওওওও রা নানানানানানা
ওওওওওও রা নানানানানানা