Header Ads

Header ADS

শুধু গান গেয়ে পরিচয়-sudhu gan geye porichoy lyrics


উপমা হীন


শুধু গান গেয়ে পরিচয়
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়
এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে
চুপি চুপি দোলা দেয়
ওগো জোছনা তুমি বলোনা
কেন যে উতলা এ হৃদয়
জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা
নীড়ে পাখি ফিরে যায়
তবু আকাশে, গানের আভাসে
চলারো কাহিনী লেখা রয়

উপমাযুক্ত


শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়।
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়।
শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়।

এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে
এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে
চুপি চুপি দোলা দেয়
ওগো জোছনা তুমি বলোনা,
কেন যে উতলা এ হৃদয়।
শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়।
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়।
শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়।

জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা,
জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা।
নীড়ে পাখি ফিরে যায়,
তবু আকাশে গানের আভাসে
চলারো কাহিনী লেখা রয়
শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়।
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়।
শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়।
Powered by Blogger.