শুধু চাই তোকে - Sudhu chai toke lyrics
নারা রা রা রা
তোর চোখেতে ভাসে আকাশ আমার
সকালটা রঙ্গিন খুব,
আমার হারিয়ে যাওয়া গানের সুরে
রূপকথা দিচ্ছে ডুব।
জানি না কেনো তোরই মায়ার ঘোরে
জড়িয়ে গেলাম আমি।
সবকিছুর চেয়ে এখন আমার কাছে
তুই সবচেয়ে দামি।
অগোছালো জীবনটা দিলি তুই গুছিয়ে
গেল সব বদলে,
আমার শহর আজ তোর কথাগুলো
রাখে খুব আগলে।
শুধু চাই তোকে...
শুনে রাখ তুই, চাইছি শুধুই
মনে তোর ছবি আঁকতে,
কেনো জানি না , মন শুধু চায়
তোরই ছায়া হয়ে থাকতে।
কেনো তোকেই চায় মন।
শুধু একবার আমার নামটা ধরে
ডাক তুই,
তোকেই চাইছি আর চাইছি না তো
কিছুই...
অগোছালো জীবনটা দিলি তুই গুছিয়ে
গেল সব বদলে,
আমার শহর আজ তোর কথাগুলো
রাখে খুব আগলে।
শুধু চাই তোকে...