বলতে কি পারো - bolte ki paro | bangla song lyrics
কথামালা -০১
আমার স্মৃতির শহরে, জমেছে ধুলোবালি।
তুমি নেই আকাশটা, করেছে মেঘের সাথে আড়ি।
আমার স্মৃতির শহরে, জমেছে ধুলোবালি।
তুমি নেই আকাশটা, করেছে মেঘের সাথে আড়ি।
বলতে কি পারো কতটা ভালোবাসলে
আসবে তুমি ফিরে?
বুঝতে কি পারো কতটা ভালোবাসি
সব ভুলে গিয়ে....
বলতে কি পারো কতটা ভালোবাসলে
আসবে তুমি ফিরে?
বুঝতে কি পারো কতটা ভালোবাসি
সব ভুলে গিয়ে....
থমকে গেছে জীবন আমার,
ঢেকে গেছে অন্ধকারে।
চোরাবালির অথৈ গভীরে,
স্মৃতিরা সব আঁকড়ে মরে।
থমকে গেছে জীবন আমার,
ঢেকে গেছে অন্ধকারে।
চোরাবালির অথৈ গভীরে,
স্মৃতিরা সব আঁকড়ে মরে।
বলতে কি পারো কতটা ভালোবাসলে
আসবে তুমি ফিরে?
বুঝতে কি পারো কতটা ভালোবাসি
সব ভুলে গিয়ে....
বলতে কি পারো কতটা ভালোবাসলে
আসবে তুমি ফিরে?
বুঝতে কি পারো কতটা ভালোবাসি
সব ভুলে গিয়ে....
একটু কি শুনবে আমার মনের আহবান?
কতটা যন্ত্রণা পাচ্ছে তোমারই নাম।
একটু কি শুনবে আমার মনের আহবান?
কতটা যন্ত্রণা পাচ্ছে তোমারই নাম।
হাজারো বারণে, না মানা অনুরোধেে,
আসো না ফিরে আবার জীবনে.....
বলতে কি পারো কতটা ভালোবাসলে
আসবে তুমি ফিরে?
বুঝতে কি পারো কতটা ভালোবাসি
সব ভুলে গিয়ে....
বলতে কি পারো কতটা ভালোবাসলে
আসবে তুমি ফিরে?
বুঝতে কি পারো কতটা ভালোবাসি
সব ভুলে গিয়ে...
কথামালা - ০২
আমার স্মৃতির শহরে, জমেছে ধুলোবালি।
তুমি নেই আকাশটা, করেছে মেঘের সাথে আড়ি।
বলতে কি পারো কতটা ভালোবাসলে
আসবে তুমি ফিরে?
বুঝতে কি পারো কতটা ভালোবাসি
সব ভুলে গিয়ে....
থমকে গেছে জীবন আমার,
ঢেকে গেছে অন্ধকারে।
চোরাবালির অথৈ গভীরে,
স্মৃতিরা সব আঁকড়ে মরে।
একটু কি শুনবে আমার মনের আহবান?
কতটা যন্ত্রণা পাচ্ছে তোমারই নাম।
হাজারো বারণে, না মানা অনুরোধেে,
আসো না ফিরে আবার জীবনে.....