এক বৈশাখে দেখা হল দুজনার - ek boishakhe dekha holo dujonar lyrics
এক বৈশাখে দেখা হল দুজনার
জষ্ঠিতে হল পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কি হয় কি হয়,
কি জানি কি হয়
যেই না নয়ন কিছু চেয়েছে
এক বৈশাখে দেখা হল দুজনার
তখনি তো হলো দেখা
জানি না তো কি যে হবে
জানাজানি হয়ে গেছে
অধর যখনি কথা পেয়েছে
কি হয় কি হয়,
এরপরে কিছু পেলে এ হৃদয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কি জানি কি হয়
এক বৈশাখে দেখা হল দুজনার
জষ্ঠিতে হল পরিচয়
ডুবে গেছে সেই মন,
কি হয় কি হয়,
কি জানি কি হয়
প্রথমে চমক ছিল
তারপরে ভাল লাগা এসেছে
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
যে মন খুশির স্রোতে ভেসেছে
জানি না তো কি যে হবে
কি হয় কি হয়,
সবকিছু হয়ে গেলে তন্ময়
কি হয় কি হয়,
কি জানি কি হয়
এক বৈশাখে দেখা হল দুজনার
জষ্ঠিতে হল পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কি জানি কি হয়